| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিএম কাদের


দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিএম কাদের


রহমত নিউজ ডেস্ক     13 May, 2023     10:06 PM    


অতিপ্রবল ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের কাদের এমপি বলেছেন, আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘুর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। ঘুর্ণিঝড় মোকাবেলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করছে। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দূর্যোগ মোকাবেলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দূর্গত মানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগ ও দূর্বিপাকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘরে থাকতে পারে না। দূর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও জাতীয় পার্টি নেতা-কর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করবে। দুর্যোগ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান। দূর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তা কামনা করেন তিনি। 

আজ (১৩ মে) শনিবার বিকালে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। 

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টা ১৯০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। রোববার (১৪ মে) দুপুর ৩টা থেকে ৬টার মধ্যে আঘাত হানতে পারে। আঘাত হানার পর ৩ থেকে ৪ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে এর প্রভাব থাকবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত ১৫ নম্বর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বাড়তে শুরু করেছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কি.মি দক্ষিণে অবস্থান করছে।